মনিরুল হক, কোচবিহারঃ ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করলেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। আজ কোচবিহার ১ নম্বর ব্লকের জামতলা এবং সুক্টা বাড়ি এলাকায় গিয়ে ওই শুকনো খাবার বিতরণ করেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। তাঁরা মূলত ৩০০ ক্ষতিগ্রস্তের হাতে গুড়ো দুধ, চিরা মুড়ি, বিস্কুট, মোমবাতি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন।
জানা গিয়েছে, তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের কোচবিহার সদর ৩ নম্বর সার্কেলের শিক্ষক শিক্ষিকারা নিজেদের আর্থিক সহযোগিতায় ওই কাহদ্য সামগ্রী কিনে ঝড় বিধস্ত এলাকায় গিয়ে সেগুলো বিতরণ করেন। শুধু এদিনই নয়, এর আগেও তাঁরা ওই এলাকায় গিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়ে দিলেন। আগামীদিনেও তাঁরা বিভিন্ন রকম সহযোগিতা নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন বলে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের ৩ নম্বর সার্কেল সংগঠনের পক্ষে সুপ্রিয় পাল জানিয়েছেন।
Home রাজ্য উত্তর বাংলা ঝড়ে ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা।