পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হাসপাতালে রোগী নিয়ে গিয়ে সঠিক চিকিৎসা পরিষেবা না মেলা ও কিছু চিকিৎসক-নার্সদের দুব্যবহারের অভিযোগ তুলে রোগীর পরিজনদের বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে,পরিস্থিতি সামাল দিতে পৌঁছাতে হয় পুলিশকে।
রোগীর পরিজনদের অভিযোগ বেশকিছু দিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে রোগী ভর্তি হলে তাদের সঠিক চিকিৎসা পরিষেবা মিলছেনা।এমনকি হাসপাতালের কিছু চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধেও রোগীদের সাথে দুব্যবহারের অভিযোগ।শুক্রবার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি তেমনই এক রোগীর পরিবারের লোকজন হাসপাতালে ঢুকে বিক্ষোভ দেখায়,তাদের অভিযোগ পেটের যন্ত্রণা নিয়ে তাদের রোগী হাসপাতালে ভর্তি হলেও বারবার ডেকে কোনও চিকিৎসক দেখতে যায়নি এমনকি জরুরি বিভাগে থাকা কয়েকজন নার্সকে রোগীর অসুস্থতার সম্পর্কে বললে তারাও দুব্যবহার করে।আর এই ঘটনা ক্ষিপ্ত হয়ে উঠে ওই রোগীর পরিজনেরা,তাদের সাথে সঙ্গ দেয় হাসপাতালে ভর্তি আরও অন্যান্য রোগীর পরিজনেরা।হাসপাতালের ভিতর রোগীর পরিজনদের বিক্ষোভে উত্তেজনা তৈরি হয়,হাসপাতালের বিএমওএইচকে ঘিরেও তাদের অভিযোগ জানাতে দেখা যায় রোগীর পরিজনদের।পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতালের তরফে চন্দ্রকোনা থানার পুলিশে খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং বিএমওএইচ এর আশ্বাসে বিক্ষোভকারীরা হটে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডঃ স্বপ্ননীল মিস্ত্রি জানান,সবাই তো সমান নই কিছু চিকিৎসক ও নার্সদের নিয়ে অভিযোগ আসছে,এমনটা হওয়া উচিত নয়।প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।