এবার শুধু হাতেকলমে স্লিপ লিখে নয়, বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার করেও ট্রাফিক আইন ভঙ্গকারীদের থেকে জরিমানা আদায় করবে জেলা পুলিশ ।

0
266

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- এবার শুধু হাতেকলমে স্লিপ লিখে নয়, বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার করেও ট্রাফিক আইন ভঙ্গকারীদের থেকে জরিমানা আদায় করবে জেলা পুলিশ । আবার শুধুমাত্র নগদেই নয়, ডেবিট কার্ডের মাধ্যমেও ওই বৈদ্যুতিন যন্ত্রের মাধ্যমে জরিমানা সংগ্রহ করবেন কর্তব্যরত পুলিস আধিকারিকরা। শুক্রবার সদর ট্রাফিক গার্ডের অফিসাররা ওই বৈদ্যুতিন যন্ত্রের পরীক্ষামূলক ব্যবহার শুরু করে। সদর ট্রাফিক গার্ডের ওসি বাপ্পা সাহা বলেন, জেলায় ৪০ টি বৈদ্যুতিন যন্ত্র এসেছে। সব ট্রাফিক গার্ডের আধিকারিকরা ওই যন্ত্রের ব্যবহার শুরু করেছেন।