সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং -রেল লাইনের ওভারহেড তারে কলাপাতা ফেলে ট্রেন অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন সাধারণ নিত্যযাত্রীরা।ঘটনায় প্রায় তিন ঘন্টা বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পরে রেল পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলে শুরু হয় স্বাভাবিক ভাবে ট্রেন চলাচলা।
জানা গিয়েছে শিয়ালদহ দক্ষিন শাখার ক্যানিং লাইনে শনিবার ভোরে মালগাড়ি যাওয়ার জন্য সকাল ৬টা ১০ মিনিটের ক্যানিং লোকাল বাতিল হয়। আর তাতেই কোনও ঘোষণা ছাড়া কেন ট্রেনটি বাতিল করা হল? এই প্রশ্ন তুলে ক্যানিং শাখার বেতবেড়িয়া(ঘোলা)স্টেশনে বিক্ষোভ ও অবরোধ করলেন নিত্য রেলযাত্রীরা।আচমকা অবরোধের জেরে দুর্ভোগে পড়েন সকালের ক্যানিং শাখার সাধারণ নিত্য রেলযাত্রীরা।রেল পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলে সকাল প্রায় দশটা থেকে পুণরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।