বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- 22 শে এপ্রিল দিনটি “বিশ্ব ধরিত্রী দিবস” রূপে চিহ্নিত। ক্রমাগত কার্বন দূষণ, জল, মাটি,বায়ুমণ্ডল হচ্ছে কলুষিত। রোগব্যাধিতে জর্জরিত মানব জীবন। পৃথিবীকে নিরাপদ এবং বসবাসযোগ্য রাখতে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সন্ধায় বিশ্ব ধরিত্রী দিবস উদযাপিত হল বীরভূমের সিউড়িতে। “সংস্কার ভারতী”পশ্চিমবঙ্গ, সিউড়ি শাখা এই ধরিত্রী দিবসে “ভূ-অলংকরণে পৃথিবী বন্দনা” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। সবুজায়নের লক্ষ্যে ধরিত্রী, বসুন্ধরাকে সাজানো হবে ফুল ও রঙ্গোলীর মাধ্যমে। শাখার শিল্পীরা ধরিত্রীর বুকে এঁকে দিল পুষ্প আলপনা। নানান সাজে সাজিয়ে তোলা হয় অনুষ্ঠান অঙ্গন। সেই সঙ্গে উপস্থিত পরিবেশবিদরা বললেন পৃথিবী বাঁচানোর কথা। অনুষ্ঠিত হল বৃন্দগান কথা ও কবিতা।