সাইকেলে বাজার করতে বেরিয়ে প্রাইভেট কারের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর,রাস্তা থেকে ছিটকে ধান জমিতে পড়ল প্রাইভেট কার আহত প্রাইভেট কারের ৪ জন।

0
435

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  সাইকেলে বাজার করতে বেরিয়ে প্রাইভেট কারের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর,রাস্তা থেকে ছিটকে ধান জমিতে পড়ল প্রাইভেট কার আহত প্রাইভেট কারের ৪ জন। এমনই মর্মান্তিক পথদূর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার বামুনপাড়া এলাকায় চন্দ্রকোনা-মেদিনীপুর রাজ্যসড়কে।স্থানীয় সূত্রে জানাযায়,চন্দ্রকোনা থানার কুঁয়াপুর গ্রামের বাসিন্দা অজিত ঘোষ(৫৮) সাইকেলে করে বাড়ি সংলগ্ন আনন্দপুর থানার পাঁচখুরী বাজার যাচ্ছিলেন।সাইকেলে যাওয়ার পথে বামুনপাড়া এলাকায় মেদিনীপুর থেকে চন্দ্রকোনার দিকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট কার ধাক্কা মারে সাইকেল আরোহীকে।স্থানীয়দের কথায়,প্রাইভেট কারের চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিল বুঝতে না পেরে সাইকেল আরোহীকে ধাক্কা মেরে কিছুটা টেনে নিয়ে গিয়ে যাত্রী সমেত প্রাইভেট কারটি পড়ে যায় রাস্তার ধারে ধান জমিতে।ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হয় এবং প্রাইভেট কারে থাকা চালক সহ ৪ যাত্রী আহত হয়,তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। জানাগেছে,প্রাইভেট কারটি মেদিনীপুর থেকে বর্ধমানের কাটোয়া যাচ্ছিল,তাতে চালক সহ ৪ জন যাত্রী ছিল।প্রাইভেট কারের এক যাত্রীর অবশ্য দাবি,সাইকেল আরোহী আচমকাই রাস্তার মাঝে চলে আসায় চালক নিয়ন্ত্রণ না রাখতে পেরে এই ঘটনা ঘটে।দূর্ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় মৃত ও আহতদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।