সাইবার সচেতনতার বিষয়ে স্কুলে স্কুলে প্রচারে নামলো বারুইপুর পুলিশ জেলা।

0
392

সুভাষ চন্দ্র দাশ,বারুইপুর – শনিবার সকালে বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানা অন্তর্ভুক্ত বি ডি এম ইন্টারন্যাশনাল স্কুলে সাইবার সচেতনতার পাঠ নিয়ে হাজির হয় বারুইপুর পুলিশ জেলার বিশেষ টিম। স্কুলের সেমিনার হলে প্রায় তিনশো জন ছাত্র ছাত্রীদের কে নিয়ে স্কুলের প্রধান শিক্ষক ও সহযোগী শিক্ষিকাদের উপস্থিতিতে এই বিশেষ সেশন আয়োজিত হয়েছিল।
পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন সাইবার থানার ওসি জয়শ্রী নস্কর, বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, মাকসুদ হাসান, ডিএসপি মোহিত মোল্লা। সাইবার স্পেশালিস্ট জিৎ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টরা।
সাইবার স্পেস ব্যবহার করে অসাধু মানুষজন কিভাবে তরুণ তরুণী, শিক্ষার্থীদের বিভিন্ন উপায়ে ক্ষতি করে, কিভাবে সতর্কতা নেওয়া উচিত তার থেকে, এসব বিষয়ে বিশেষ আলোচনা হয়। উৎসাহী ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাও ছিল প্রচুর। সব প্রশ্নের উপযুক্ত উত্তর পেয়ে স্বভাবতই খুশি কলকাতার নামী স্কুলের লিস্টে থাকা বিডিএম ইন্টারন্যাশনাল।
বারুইপুর পুলিশ জেলার এই প্রচেষ্টা আগামী দিনেও সমানে চলবে।