সেন্দরা উৎসবে যাতে বন্য প্রাণী শিকার না করে সে কারণে সোনামুখী রেঞ্জের বিভিন্ন জঙ্গলে নজরদারি।

0
362

আবদুল হাই,বাঁকুড়া : সেন্দরা উৎসবে যাতে কেউ বন্য পশু শিকার না করে সে কারণে শনিবার সোনামুখী রেঞ্জের বিভিন্ন জঙ্গলে কড়া নজরদারি চালিয়েছেন বনদপ্তরের আধিকারিকরা । আদিবাসী সম্প্রদায়ের মানুষরা শনিবার এই উৎসব উপলক্ষে সোনামুখী জঙ্গলে আসেন এবং যথাযথ মর্যাদায় সহিত তারা এই উৎসবে মেতে ওঠেন । তবে বনদপ্তরের আধিকারিকরাও ছিল অত্যন্ত সতর্ক যাতে উৎসবে এসে কেউ বন্য পশু স্বীকার না করে । সে কারণে তারা বিভিন্ন জঙ্গলে কড়া নজরদারি চালান । এদিন উপস্থিত ছিলেন বাঁকুড়া উত্তর বন বিভাগের ADFO ডি কে ঝাঁ ও জুঁই অধিকারী । পাশাপাশি সোনামুখী পাত্রসায়ের বড়জোড়া বেলিয়াতোড় ছাতনা ও রাধানগর রেঞ্জ অফিসার ও বন দফতরের কর্মীরা । উৎসবে আসা সকলের কাছে আবেদন রাখা হয় উৎসব করুন কিন্তু প্রকৃতি বাঁচাতে কেউ বন্য পশু শিকার করবেন না । বনদপ্তরের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ।