আদিবাসী বৈগা সমাজের ঝাড়গ্রাম জেলার প্রথম সম্মেলন।

0
406

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  আদিবাসী বৈগা সমাজের ঝাড়গ্রাম জেলার ১ম সম্মেলন রবিবার গোপীবল্লভপুর দুই ব্লকের তপশিয়া প্রাথমিক স্কুলে অনুষ্ঠিত হয়।সম্মেলনের সাফল্য কামনা করে রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠান। ওই সম্মেলনে পশ্চিমমেদিনীপুর জেলাপরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ,ও ঝাড়গ্রাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উজ্বল দত্ত উপস্থিত ছিলেন।এছাড়াও লোধা,মুন্ডা,ভূমিজ সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।সম্মেলনে বৈগা জাতিগোষ্ঠির জাতিয় শংসা পত্র দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগ গ্রহন, পঞ্চায়েত নির্বাচনে জনজাতি গোষ্ঠির প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা,সহ ৭ দফা দাবী করা হয়।সম্মেলনে জঙ্গলমহল জনজাতি সমন্বয় মঞ্চ নামে জনজাতি মানুষের সমন্বয় মঞ্চ গঠনহয়।অভিযোগ করা হয় সরকারি আমলারা জনজাতি মানুষের সঙ্গে কারনে অকারনে দুর্ব্যবহার করেন।তাই জনজাতি মানুষের অসন্তোষ বাড়ছে। সম্মেলনে মানিক খিলারি কে সম্পাদক ও বিপীন রাউৎ কে সভাপতি নির্বাচিত করা হয়েছে। সেই সঙ্গে ২১ জনের জেলা কমিটি গঠন হয়েছে।