পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার খোয়াজাপুরে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে মেদিনীপুরে প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার মেদিনীপুর শহরে প্রধানমন্ত্রীর মানকি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রয়াগরাজের ঘটনা নিয়ে তিনি বলেন, সরকার দায়িত্ব নেবে। যারা দোষী তাদেরকে আইনের সামনে আনা হবে। পার্থক্য কোথায়, সেই ঘটনায় বিজেপির কারো নাম জড়ায়নি, আর জড়াবেও না। আর বগটুই কাণ্ডে কাদের নাম জড়িয়েছে ? মূখ্যমন্ত্রী কাদেরকে এরেস্ট করতে বলেছে? হিংসা হতেই পারে। প্রশাসন চেষ্টা করবে হিংসাকে আটকানোর। এটাই স্বাভাবিক। কিন্তু এপ্রচ কি ? কোনো পলিটিকাল ইনভলভমেন্ট আছে কিনা সেটা দেখা জরুরি। বগটুইএর ঘটনায় পলিটিকাল মোটিভ ছিল, তাই সেটা অন্য ধরনের ঘটনা। আর এখানে জাতিগত কোনো সমস্যা থাকতে পারে, সেটা তো আমাদের দেশে আছেই, কেউ অস্বীকার তো করতে পারবে না। পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে বর্তমান শাসকদল কে নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
Home রাজ্য দক্ষিণ বাংলা উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার খোয়াজাপুরে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে মেদিনীপুরে প্রতিক্রিয়া দিলেন বিজেপির...