এ সময়ে যে দর্শক,, সেও ধর্ষক, এই শ্লোগানকে সামনে রেখে,এদিন হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের একটি আর্দশ বাহিনী নামে সেচ্ছাসেবী সংগঠন।রবিবার সকালে র‍্যালি বের করে।

0
272

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- এ সময়ে যে দর্শক,, সেও ধর্ষক, এই শ্লোগানকে সামনে রেখে,এদিন হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের একটি আর্দশ বাহিনী নামে সেচ্ছাসেবী সংগঠন।রবিবার সকালে র‍্যালি বের করে।
এই স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে র‍্যালি বের হয়।হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলে শালগোমভীটা এলাকা থেকে এই র‍্যালি বের হয়ে বুলবুলচন্ডী অঞ্চল হয়ে নতুনবাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে হাতে প্যাকর্ড নিয়ে শ্লোগান দিতে থাকে নোংরা চিন্তা ধারা কিছু মানুষ সব কিছু অশ্লীল খুঁজে। তাই নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে এই সংগঠন। এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করেন নিজেদের সামনে কোন রকম নারী নির্যাতন, যৌন নির্যাতন সহ কোন রকম কিছু দেখলে প্রতিবাদ করুন। নিজের চিন্তা ধারা পরিবর্তন করুন। এই স্লোগান দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন এই র‍্যালিবের করেন।
এবিষয়ে সংগঠনের সভাপতি বলেন যেভাবে ধর্ষণ সংখ্যা বেড়েই চলেছে সেদিকে নজর রেখে ‍র‍্যালি মাধ্যমে আদর্শ বাহিনী নামে এই স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্নভাবে সাধারণ মানুষকে সচেতন করেন এবং ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য স্লোগান দিয়ে র‍্যালি বের করে । এদিন স্লোগান এর মধ্যে তুলে ধরে টিভি ও মোবাইলে স্যোসাল মিডিয়া খুলতেই শুধু নারী নির্যাতন খবর ভেসে উঠছে সোশ্যাল মিডিয়ায় কালো দাগ ফুটে উঠছে আমাদের সমাজে।এই র‍্যালি মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করানো হছে যদি কোন রকম নারী নির্যাতনে ঘটনা ঘটে প্রশাসনেকে জানান।