প্রত্যন্ত গ্ৰাম থেকে গিয়ে দাদাগিরির মঞ্চ থেকে লড়াই করে ছিনিয়ে আনলো ট্রফি মাম্পি মন্ডল।

0
319

আবদুল হাই, বাঁকুড়াঃ মেয়েরা যে ছেলেদের থেকে বর্তমানে কোন অংশে কম যায়না যায়না তা একবার প্রমাণ করে দিল বাঁকুড়ার বিষ্ণুপুরের জয়পুর থানার মাম্পি মন্ডল । কয়েকদিন আগে জয়পুরের মাম্পি মন্ডল পাড়ি দিয়েছিল দাদাগিরি অনুষ্ঠান ।দাদাগিরি অনুষ্ঠানে গিয়ে রীতিমতো লড়াই করে প্রশ্ন উত্তর দিকে এই গ্রামের মাম্পি মন্ডল ছিনিয়ে নিয়ে এলো দাদার হাত থেকে দাদাগিরি ট্রফি। গ্রামে পৌঁছাতেই মানুষের হইচই ফেলে দিল জয়পুর এলাকা জুড়ে তাছাড়াও মাম্পি মন্ডল a10 পরিচিতি আছে তার কাছে পশ্চিমবঙ্গে কেন আস্তে আস্তে বনলতা রিসোর্টে নাম ছড়িয়ে পড়তে আরম্ভ করেছে সারা ভারতবর্ষে জুড়ে তার ইচ্ছা যে শ্বশুরমশাইয়ের তিল তিল করে গড়ে ওঠা বনলতা রিসোর্ট এর নাম ও ঐতিহ্য ধরে রাখতে পারে বৌমা মাম্পি মন্ডল তার ইচ্ছা শশুর মশাই যেমন তার ইচ্ছাতে কঠোর পরিশ্রমে আজ এই সুনাম অর্জন করেছেন মহাদেববাবু এবং মহাদেববাবু ছেলে অমিত মন্ডল তার বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বৌমা কে সঙ্গে নিয়ে সমানভাবে লড়াই করে চলেছেন এই বনলতা মাম্পির ইচ্ছে এই এই রিসোর্টটি যেন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এখানে ছোট-বড় মিলিয়ে প্রায় 400 জনের মুখে যে ভাত তুলে দিতে পারছেন মহাদেববাবু সেটাই গর্ব মাম্পি মন্ডল এর কাছে আর দাদাগিরির ফলকনামা নিয়ে এসে আরো সুনাম ছড়িয়ে দিল মহাদেব মণ্ডল এর বৌ মাম্পি মণ্ডলমাম্পি মণ্ডল দাদার কাছে অর্থাৎ মহারাজ সৌরভ গাঙ্গুলীর কাছে তাদের দৃশ্যের কথা তুলে ধরতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন এবং মনে তাদের যে এই রিসোর্টে পর্যটকরা আসতেন যে সংখ্যাটা ছিল তা দাদাগিরিতে দাদার কাছে বলতে পেরে আরও কয়েকগুণ পর্যটক এর সংখ্যা বেড়ে যাবে মহাদেব মণ্ডল বনলতা রিসোর্ট।