পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জেলাজুড়ে বিজেপির মন্ডল সভাপতি দের নাম ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, একের পর এক নেতা ছাড়ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ,যা নিয়ে এই ধরনের ঘটনা কে তোয়াক্কা করছে না বিরোধী শিবির, যদিও শাসকদলের শুরু হয়েছে কটাক্ষ, এই রকম রাজনৈতিক তরজার মাঝে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক গ্রামীন ২ বিজেপির যুবমোর্চার সভাপতি জন্মেঞ্জয় গাঁতাইৎ( লালু) সোমবার পদ থেকে ইস্তফা দিলেন।আজ এই ইস্তফা পত্র তমলুক সাংগঠনিক জেলা যুবমোর্চার সভাপতি প্রতীক পাখিরাকে পাঠিয়ে দেন।জন্মেঞ্জয় বাবু জানান,গতকাল রবিবার তমলুক সাংগঠনিক জেলার নতুন মন্ডল সভাপতির নাম ঘোষনা করা হয়।সেই নতুন নাম উঠে আসে রাজু পট্টনায়েক।এরআগে ঐ পদে ছিলেন প্রভাতী ঘোড়ই।এইদিন জন্মেঞ্জয় বাবু বলেন,যিনি নতুন মন্ডল সভাপতি রাজু পট্টনায়েককে কেউ এলাকায় চেনেনা বা সংগঠনের কোন কাজেই দেখা যায় না।তাই নতুন তমলুক গ্রামীন মন্ডল ২ মন্ডল সভাপতিকে মানতে না পেরে বিজেপি যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা পত্র পাঠালেন জেলা যুব মোর্চার সভাপতি প্রতীক পাখিরাকে। জানিয়ে অবশ্য কোনো গুরুত্ব দিচ্ছেনা জেলা গেরুয়া শিবির, অন্যদিকে কটাক্ষ করতে শুরু করেছে শাসকদল।