মনিরুল হক, কোচবিহার: কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড কোচবিহার জেলার ১ নং ব্লকের ঘুঘূমারী, মোয়ামারি, শুটকাবাড়ি এলাকা। ওই ঝড়ে মৃত্যু হয় দুই ব্যক্তির। লণ্ডভণ্ড হয়ে যায় প্রায় কয়েক হাজার বাড়ি ঘর। সেই দিনের ঝড়ে বাদ যায়নি টাপুরহাট এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়ি। আস্ত পুলিশ ফাঁড়িটি লণ্ডভণ্ড হয়ে যায় ওই কালবৈশাখীর ঝড়ে। ঝড় বিধ্বস্ত এলাকা গুলিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ও সেচ্ছাসেবী সংগঠন গুলো নানাভাবে নিজেদের সাধ্যমতো ঝড়ে বিপর্যস্ত অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।
আর এমতাবস্থায় কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসে জেলা সভাপতি পার্থ প্রতিম রায় তার নিজের অর্থে কোচবিহার এক নং ব্লকের অন্তর্গত টাপুরহাট পুলিশ ফাঁড়ি মেরামত করার জন্য ৫ বান টিন সেখানকার কর্তব্যরত পুলিশ আধিকারিকের হাতে তুলেদেন।
এদিন সেখানে পার্থবাবু ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার ১নং ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সঞ্জীব রাজভার, ঘুঘুমারি অঞ্চলের সভাপতি গণেশ দাস, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা অমল রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, ‘গত ১৭ তারিখ রবিবার কোচবিহার জেলার ১নং ব্লকের ঘুঘূমারি, শুটকা বাড়ি, মোয়ামাড়ি, টাপুর হাট এলাকা কয়েক মিনিটের ঝড়ে কয়েক হাজার বাড়ি ঘর লণ্ডভণ্ড হয়ে যায়। সেই ঝড়ে বাদ পড়ে নি টাপুরহাট পুলিশ ফাঁড়ি। আজ সেই পুলিশ ফাঁড়ি ঠিক করার টাপুরহাট পুলিশ ফাঁড়ির আধিকারিকের হাতে ৫ বান টিন তুলে দেওয়া হলো। সেই সঙ্গে ওই এলাকায় ঝড়ের তান্ডবে ভেঙ্গে পড়া পোস্ট অফিস সহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে গিয়ে আমরা খোঁজ নিলাম। আগামীদিনে আমরা সেই সব প্রতিষ্ঠান গুলিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।’