মেজিয়ায় শোভনদেব চট্টোপাধ্যায় শ্রমিক সংগঠনের নির্বাচনী প্রচারে এসে কেন্দ্র এবং বাম কংগ্রেসকে তোপ লাগলেন।

0
282

আবদুল হাই, বাঁকুড়াঃ শ্রমিক সংগঠনের নির্বাচনী প্রচারে শোভনদেব চট্টোপাধ্যায় মেজিয়ায়। কেন্দ্র এবং বাম-কংগ্রেস কে তোপ দাগলেন। ডিভিসি ট্রেড ইউনিয়ন নির্বাচনে  একাধিক রাজনৈতিক দল অনুমোদিত শ্রমিক সংগঠন লড়াই করে। মূলত শ্রমিকদের বিভিন্ন পেশাগত সমস্যা সমাধানের কারণে শ্রমিক সংগঠনগুলো কর্তৃপক্ষের সাথে প্রতিনিধিত্ব করার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করেন। আগামী 28 শে এপ্রিল ট্রেড ইউনিয়নগুলোর নির্বাচন। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শ্রমিক আইএনটিটিইউসি অনুমোদিত ডিভিসি কামগার সংঘ লড়াই করছেন। তাদের প্রতীক চার চাকা গাড়ী। সংগঠনের সভাপতি রথীন ব্যানার্জির নেতৃত্বে এমটিপিএস কলোনিতে একটি মিছিল বের হয় এবং মিছিল শেষে কামগার সংঘের কার্যালয়ের সামনে একটি নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচি তে প্রধান বক্তা ছিলেন অল ভ্যালি কামগার সংঘের সভাপতি তথা ভারপ্রাপ্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই শমিক সংগঠনের গুরুত্ব নিয়ে তিনি একাধিক সাংগঠনিক বিষয়ে আলোচনা করলেন। তৃতীয়বারের জন্য তাদের শ্রমিক সংগঠন নির্বাচনে বিপুল সংখ্যক শ্রমিকদের জনাদেশ নিয়ে জয়লাভ করবেন এবং কর্মরত সমস্ত শ্রমিকদের আর্থিক বঞ্চনা সহ যে সমস্ত পেশাগত সমস্যা রয়েছে সেগুলি দ্রুত দূরীকরণ করার চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দেন নেতৃত্ব। উপস্থিত ছিলেন বাঁকুড়া এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।