আবারও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বৈষ্ণবনগরের মির্জাচক ঘোষপাড়াতে ।

0
270

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আবারও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বৈষ্ণবনগরের মির্জাচক ঘোষপাড়াতে । স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত্রে জনৈক এক মহিলা বাথরুম যাওয়ার পথে পরিত্যক্ত অবস্থায় বাথরুম সংলগ্ন পাঁচিলের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন । তাতেই আতঙ্কিত হয়ে গিয়ে বৈষ্ণবনগর থানার পুলিশকে ঘটনাটি জানায় ওই মহিলার পরিবারের লোকজন । রাত্রে পুলিশ এসে তদন্ত শুরু করলে জানা যায় ওই ব্যাগটিতে রয়েছে শক্তিশালী তাজা বোমা । ইতিমধ্যেই ঘটনার খবর জানাজানি হ‌ওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে ।
স্থানীয়রা অভিযোগ, যে জায়গায় বোমাগুলি রাখা আছে সেটা বাইরে থেকে কেউ এসে রেখে গেছে বলেই মনে হচ্ছে । আর যার বাড়ির বাইরে বোমাগুলি রাখা আছে তারা অত্যন্ত নিরীহ পরিবার । এরা কোন‌ওদিন কোন‌ওরূপ অসামাজিক কাজের সঙ্গে যুক্ত নয় । জনৈক ওই পরিবারকে ফাঁসানোর উদ্দেশ্যে কেউ বা কারা পেছনে বিশাল জঙ্গল ও মাঠ থাকায় সেই সুবিধা নিয়ে ব্যাগসমেত বোমাগুলি রেখে গেছে ।
ওই গ্রামের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য সূর্য মন্ডল জানান, কোন‌ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তি এইভাবে বোমাগুলিকে রেখে গেছে বলেই মনে হচ্ছে । পাশে মাঠ ও জঙ্গলের সুবিধা নিয়ে অন্ধকারে বোমাগুলি রেখে গেছে । এই বোমাগুলি ফেটে গিয়ে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত । আমরা চাই পুলিশ সঠিক তদন্ত করে যারা এসব অসামাজিক কাজের সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করুক ।
অন্যদিকে, কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আকন্দবাড়িয়া এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া আরও দুই ব্যাগ বোমা উদ্ধার হয় । ইতিমধ্যেই সেখানেও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনার পরেই । পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, আমাদের বোমা ও আগ্নেয়াস্ত্রর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে । গতকাল রামনগর থেকে ৩৪টি বোমা উদ্ধার করেছি । ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে । আকন্দবাড়িয়া ও বৈষ্ণবনগরের দুই জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে । আমরা তদন্ত করে দেখছি এবং শীঘ্রই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে বলেও জানান পুলিশ সুপার ।