ইট ভাটার এক শ্রমিককে অপহরণের অভিযোগ উঠল শীতলকুচির ২ ব্যক্তির বিরুদ্ধে, চাঞ্চল্য।

0
323

মনিরুল হক, কোচবিহার: ইট ভাটার এক শ্রমিককে অপহরণের অভিযোগ উঠল শীতলকুচির ২ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চোঙ্গারখাতা খাগড়িবাড়ি এলাকায়। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে ভুগছেন এলাকার মানুষেরা।

জানা যায়, গত শনিবার মধ্যরাতে মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চোঙ্গারখাতা খাগড়িবাড়ি এলাকার বাসিন্দা পেশায় ইট ভাটার শ্রমিককে অপহরণ করার অভিযোগ উঠল শীতলকুচি ব্লকের সাটিমারি এলাকার দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরে অপহরণের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছেন অপহৃত ব্যক্তির মা।

ইতিমধ্যেই থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান সুনীল বর্মনের মা অনিতা বর্মন। তিনি জানান, শনিবার মধ্যরাতে আমার ছেলে সুনীল বর্মনের মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করে দুই ব্যক্তি। এনিয়ে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বলেন, আমার ছেলের নাম সুনীল বর্মন, সে একজন ইট ভাটার শ্রমিক। ইট ভাটায় কাজ করে সংসার চালায় বলে তিনি দাবি করেন তিনি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।