দক্ষিণবঙ্গে ব্যাপক তাপপ্রবাহ, কর্মরত পুলিসকর্মীর পাশে দাঁড়ালেন জেলা পুলিশের কর্তারা

0
290

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গত কয়েকদিন ধরে দক্ষিনবঙ্গে ব্যপক তাপপ্রবাহ চলছে।বিশেষ করে পূর্ব মেদিনীপুরের বাইরে নয়।তাপপ্রবাহ এতটাই সকাল ১০ টার পর রাস্তাঘাট শুনশান হতে শুরু করেছে।বেলা যত বাড়ছে তাপমাত্রার পারদ ততই বাড়ছে।তবে এরমাঝেই রাস্তায় কাজ করতে হচ্ছে ট্রাফিক পুলিশ সহ সিভিক ভলেন্টিয়ারদের।প্রখর রোদ উপেক্ষা করেই জাতীয় সড়কে ট্রাফিক সামলাতে ব্যস্ত ট্রাফিক পুলিশ সহ সিভিক ভলেন্টিয়াররা।আর মঙ্গলবার কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিকদের পাশে দাঁড়ালো কোলাঘাট হাইওয়ে ট্রাফিকের পক্ষ থেকে দেউলিয়া বাজারে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের ছাতা,জল,ও আর এস তুলে দেওয়া হয়, পাশাপাশি ৬ নম্বর জাতীয় সড়কে গাড়ির চালকদের জল ও ও আর এস তুলে দেওয়া হয় কোলাঘাট হাইওয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।এদিন ছাতা, জল ও ও আর এস তুলে দেন কোলাঘাট হাইওয়ে ট্রাফিক ওসি বলরাম প্রামানিক।ট্রাফিক পুলিশ বিভাগের এই উদ্যোগে খুশি কর্তব্যরত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার কর্মীরা, পাশাপাশি পথচলতি গাড়ির চালকেরাও।