মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য, সারেঙ্গায়। পোস্টারে সরকারী কর্মী ও শাসক দলের নেতাদের হুমকি।

0
348

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সারেঙ্গায়। মঙ্গলবার সকালে সারেঙ্গা থানার ভুসুড়ি গ্রামে একটি পুকুরের স্নানাগারের দেওয়ালে বেশ কয়েকটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
এই পোস্টারগুলি নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে। পরে সারেঙ্গা থানার পুলিশ পোস্টারগুলি উদ্ধার করে। সাদা কাগজের উপর লাল কালীতে হাতে লেখা পোস্টারগুলিতে দুর্নীতিতে যুক্ত সরকারী কর্মী ও শাসক দলের নেতাদের হুমকি দেওয়া হয়েছে। পোস্টারে কিষানজির মৃত্যুর বদলা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

বাঁকুড়ার বারিকুল থানা এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টারিং এর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রবিবার বীরভূমের বোলপুর থেকে দুই যুবককে গ্রেফতার করেছিল বারিকুল থানার পুলিশ। সোমবার ওই দুই যুবককে খাতড়া মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।তারপর ফের মাও পোষ্টার উদ্ধার হলো সারেঙ্গায়। এই পরিস্থিতিতে বাঁকুড়ার জঙ্গলমহল এলাকাজুড়ে বারবার মাওবাদী নামাঙ্কিত হুমকি পোস্টার উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য তৈরী হয়েছে জেলা জুড়ে।