রীতি মেনে ৬০ বছর ধরে মনসা পুজো হয়ে আসছে ফালাকাটা ব্লকের পূর্ব হেদায়েত নগরের সুভাষ চন্দ্র দাসের বাড়িতে।

0
415

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছেন বহু বছর আগে। তবু রীতিতে ছেদ ঘটেনি। ওপার বাংলার সমস্ত প্রথা মেনে বিগত ৬০ বছর ধরে মনসা পুজো হয়ে আসছে ফালাকাটা ব্লকের পূর্ব হেদায়েত নগরের সুভাষ চন্দ্র দাসের বাড়িতে। হাজার ব্যস্ততার মধ্যেও পূর্বপুরুষের সেই নিয়ম আজও একই ভাবে পালন করে চলেছেন সুভাষবাবু ও তাঁর পরিবার। শ্রাবণ মাসে অনুষ্ঠিত হবে এই পুজো। পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সিমেন্ট দিয়ে তৈরি করা হয় মনসা দেবীর মূর্তি।সেই মূর্তি স্থাপন করতে নিয়ে আসতে হয় ক্রেন। যা দেখে রীতিমতো অবাক এলাকাবাসী। জানা গিয়েছে, ওই প্রতিমাটি তৈরি করছেন ফালাকাটা ব্লকের পাঁচ মাইলের গোবিন্দ পাল। দীর্ঘ ষাট বছরের ঐতিহ্যবাহী পুজো ঘিরে সাজো সাজো রব এলাকায়।