মনিরুল হক, কোচবিহারঃ রেশন দোকানের কর্মচারীদের স্থায়ীকরণ সহ ১১ দফা দাবী জানিয়ে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসুচি পালন করল আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন। এদিন কোচবিহার জেলা আইএনটিটিইউসি সভাপতি পরিমল বর্মনের নেতৃত্বে কোচবিহার সাগরদিঘী চত্বরে থাকা জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান এবং স্মারকলিপি প্রদান করেন আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের কর্মীরা।
জানা যায়, এদিন ১১ দফা দাবিকে সামনে রেখে কোচবিহারে আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের নেতৃত্বে জেলাশাসকের দপ্তরে ও খাদ্য ভবনে এই ডেপুটেশন দেয়। এদিনের এই মিছিল এবং ডেপুটেশন কর্মসুচির নেতৃত্ব দেন কোচবিহার জেলা আইএনটিটিইউসি সভাপতি পরিমল বর্মন সহ রেশন দোকানের কর্মচারিরা।
তাদের দাবী, অবিলম্বে স্বজনপোষণের নীতি বন্ধ করে যে সমস্ত রেশন দোকানের কর্মচারিরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে তাদের স্থায়ীকরণ করতে হবে, রেশন দোকানের কর্মচারিদের নির্দিষ্ট সঠিক পরিচয় পত্র দিতে হবে, রেশন দোকানের কর্মচারিদের স্থায়ী করণ করতে হবে।
Home রাজ্য উত্তর বাংলা রেশন দোকানের কর্মচারীদের স্থায়ীকরণ সহ ১১ দফা দাবী জানিয়ে ডেপুটেশন কোচবিহার জেলা...