স্ত্রী শোকে আত্মঘাতী স্বামী, এলাকায় চাঞ্চল্য।

0
327

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – স্ত্রী শোকে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর সোনাখালির নারায়ণতলা গ্রামে। মৃতের নাম নারায়ণ নস্কর(৫১)।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে বিগত প্রায় ত্রিশ বছর আগে বাসন্তী থানার অন্তর্গত ২ নম্বর সোনাখালির নারায়ণতলার বাসিন্দা নারায়ণ নস্কর। তিনি বিয়ে করেছিলেন জীবনতলা থানার অন্তর্গত মঠেরদিঘী গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্জলি নস্কর কে।
দীপঙ্কর ও শুভঙ্কর নস্কর নামে দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে।
বিগত প্রায় এক বছর আগে করোনা কালীন সময়ে দুরারোগে রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অঞ্জলি দেবীর।আচমকা স্ত্রীর মৃত্যুর ঘটনা মন থেকে মেনে নিতে পাারেন নি। স্ত্রী বিয়োগ হওয়ায় পর থেকেই শোকে মুহ্যমান ছিলেন।স্ত্রী শোকে নারায়ণ বাবু কতটা বিহ্বল তা তাঁর পরিবারের লোকজন উপলব্ধি করেছিলেন।প্রতিনিয়ত তিনি একাকীত্ব বোধ করে শোকে ভেঙে পড়তেন।গত ১৪ এপ্রিল পরিবারের সকল সদস্যের অলক্ষ্যে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ ও বিষ পান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে।পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনার কথা জানতে পেরে তাঁকে উদ্ধার করে । তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।দীর্ঘ প্রায় ১২ দিন চিকিৎসার পর চিকিৎসায় কোনপ্রকার সাড়া না দিয়ে মৃত্যু শয্যায় ঢোলে পড়েন নারায়ণ নস্কর।সোমবার রাতে ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পরিবারের লোকজন এমন দুঃসংবাদ জানাতে পেরে শোকে ভেঙে পড়ে।অন্যদিকে ঠিক কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা জানতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।