মনিরুল হক, কোচবিহারঃ হাতির দাঁত দিয়ে বুক চিরে দেওয়া মৃতপ্রায় এক যুবককে বাঁচিয়ে তুললেন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। আলিপুরদুয়ারের জংগল লাগোয়া এলাকার বাসিন্দা ওই যুবকের নাম কৌশিক রায়। ১৬ এপ্রিল সকালে বাড়ির ভিতরে ঝড়ে উপড়ে পড়া একটি গাছ কাটতে গেলে পেছন থেকে হাতি এসে দাঁত দিয়ে বুক চিরে দেয়। এরপর শুঁড় দিয়ে পেঁচিয়ে ঘড়ের সামনে নিয়ে আসে।
কৌশিক বাবুর কথায়, “হয়ত আছড়ে মেরেই ফেলত। বাবা গিয়ে হাতির সামনে হাত জোড় করে রক্ষে দেওয়ার প্রার্থনা করলে হাতি ছেড়ে দিয়ে চলে যায়।”এরপর অচৈতন্য অবস্থায় আলিপুরদুয়ার হাসপাতাল হয়ে কোচবিহার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসা হয়। রোগীর পরিস্থিতি এতটাই খারাব ছিল, যে কৌশিকের কমপক্ষে কোলকাতায় গিয়ে অপারেশন করা ছাড়া কোন উপায় ছিল না। কিন্তু তাঁর শারীরিক এবং অর্থনৈতিক কোন অবস্থাই ছিল না পরিবারের। তাই একরকম হালই ছেড়ে দিয়েছিলেন কৌশিকের পরিবারের লোকজন। ঠিক ওই সময় এগিয়ে আসেন কোচবিহার এমজেএন হাসপাতালের চিকিৎসক দিলিপ পাল এবং তাঁর টিম। তাঁরাই ঝুঁকি নিয়ে অপারেশন করেন। এবং অপারেশন সফল ভাবে হওয়ায় কার্যত মৃত্যুমুখ থেকে ফিরে আসেন কৌশিক।
চিকিৎসক দিলিপ পাল বলেন, “রোগীর শারীরিক অবস্থা খুবই খারাব ছিল। প্রথমেই পেট কেটে ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছিল। সেটা বন্ধ করা হয়। বুকের ভিতরেও রক্ত জমাট বেধে ছিল, সেটাও বের করে দেওয়া হয়।”
কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদ বলেন, “ রোগীর শারীরিক এবং অর্থনৈতিক কোন অবস্থাই ছিল না। এই অবস্থায় আমাদের চিকিৎসকরাই ঝুঁকিপূর্ণ এই অপারেশন করেন সফল ভাবে। এখন রোগী সুস্থ। এধরনের অপারেশন কোচবিহারে এই প্রথম।”
Home রাজ্য উত্তর বাংলা হাতির দাঁতের আঘাতে বুক চিরে দেওয়া রোগীকে বাঁচিয়ে নজির স্থাপন কোচবিহার এমজেএন...