আবারো উদ্ধার হল একটি বিরল প্রজাতির অসুস্থ পেঁচা।

0
344

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারো উদ্ধার হল একটি বিরল প্রজাতির অসুস্থ পেঁচা। বুধবার শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ এলাকায় রাস্তার উপরে একটি বিরল প্রজাতির অসুস্থ পেঁচাকে পড়ে থাকতে দেখে এক ব্যক্তি, এরপর পেঁচাটিকে স্বাভাবিক সুস্থ করে তোলার জন্য নিয়ে যায় স্থানীয় একটি প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকেই ফোন করে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে, খবর পাওয়া মাত্রই ওই প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাই উদ্ধারকারী অনুপম সাহা। এরপর অসুস্থ পেঁচাটিকে সুস্থ করে তোলার জন্য প্রাথমিকভাবে চিকিৎসা করানোর ব্যবস্থা করে। যদিও অনুপম সাহা জানান, পেঁচা টিকে উদ্ধার করা হয়েছে এখন বনদপ্তরের হাতে তুলে দেবেন তিনি। তবে স্বভাবতই তীব্র দাবদাহের কারণে অসুস্থ হয়ে পড়ছে একের পর এক বন্যপ্রাণী। তীব্র গরমে যেমন হাঁসফাঁস মানুষের একই অবস্থা বিভিন্ন বন্য প্রাণী গুলির।