নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আবারো গৃহবধূ খুনের ঘটনা ঘটলো মালদায়। মোথাবাড়ি থানার অন্তর্গত তুলশীরামটোলা গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত গৃহবধূর নাম সুকৃতী মন্ডল। বুধবার সকালে সুকৃতীর বাপের বাড়ির লোকজন তাদের মেয়ের নিথরদেহ দেখে পুলিশকে জানালে, পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। মেয়ের বাবার অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করছে পুলিশ । গৃহবধূ শ্বশুরবাড়ির অভিযুক্তরা সকলেই পলাতক। জানা গেছে, ছয় বছর আগে কালিয়াচক থানার অন্তর্গত আলিনগর এলাকার সুকৃতী মন্ডলের সামাজিক মতে বিয়ে হয়েছিল মোথাবাড়ি থানার অন্তর্গত তুলশীরামটোলা গ্রামের চন্দ্রশেখর মন্ডলের সাথে । তাদের দুই কন্যা সন্তানও রয়েছে। কয়েক মাস আগে সংসারের প্রয়োজনে চন্দ্র শেখর মন্ডল কাজের উদ্দেশ্যে কর্নাটকে চলে যান। স্বামীর অবর্তমানে শশুর বাড়ির সকলে তার উপরে অত্যাচার শুরু করে বলে অভিযোগ। রাতে গৃহবধূকে মেরে ফেলে সকলেই বাড়ি থেকে পালিয়ে যায়। পাড়া-প্রতিবেশীর ফোন পেয়ে বুধবার সকালে সুকৃতীর বাপের বাড়ির লোকজন ছুটে এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন।গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।