জবর দখলকারী হটিয়ে মুক্ত রেলের সম্পত্তি।

0
379

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – জবর দখলকারীদের কবল থেকে রেলের সম্পত্তি উদ্ধার করলো আরপিএফ।শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং স্টেশন সুন্দরবনের প্রবেশদ্বার নামে খ্যাত।যাত্রীদের সুবিধার জন্য পূর্বরেলের তরফ থেকে ইতিমধ্যে ঢেলে সাজানোর কাজ চলছে মডেল এই ক্যানিং স্টেশনের।যাত্রীদের সুবিধার জন্য বুধবার দুপুরে ক্যানিং স্টেশন লাগোয়া বেআইনি জবর দখল সাইকেল গ্যারেজ ভেঙে গুঁড়িয়ে দিয়ে রেলের সম্পত্তি উদ্ধার করলো আরপিএফ।
সুত্রের খবর পূর্বরেলের কাছ থেকে অনুমতি নিয়ে দফতরের দেওয়া নির্দিষ্ট জায়গাতে কয়েকজন ব্যবসায়ী স্টেশন লাগোয়া সাইকেল গ্যারেজ তৈরী করেছিলেন। অভিযোগ নির্দিষ্ট জায়গা ছাড়াও আরো বেশকিছু জায়গা জবর দখল করে সাইকেল গ্যারেজ তৈরী হয়েছিল।তা ছাড়াও রেল দফতর লিজ দেওয়া বকেয়া পাওনা টাকা দীর্ঘদিন যাবৎ জমা দেওয়া হয়নি ব্যবসায়ীদের তরফ থেকে।রেলের তরফ থেকে একাধিকবার নোটিশ দিয়ে জানানো হলেও কোন প্রকার কর্ণপাত করেনি ব্যবসায়ীরা।যার কারণে আরপিএফ রেলের সম্পত্তি থেকে জবরদখলকারীদের হঠিয়ে দিতে এদিন দুপুর থেকে অভিযান চালায়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ সাইকেল গ্যারেজ।