জেলা শাসক করণের আধিকারিক এবং কর্মী বর্গের রিক্রিয়েসন ক্লাবের উদ্দ্যেগে এবং বেসরকারি সংস্থার সহযোগিতায় আয়োজিত হলো স্বাস্থ্য শিবির।

0
297

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ– জেলা শাসক করণের আধিকারিক এবং কর্মী বর্গের রিক্রিয়েসন ক্লাবের উদ্দ্যেগে এবং বেসরকারি সংস্থার সহযোগিতায় আয়োজিত হলো স্বাস্থ্য শিবির।

বুধবার জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উধবোধন করেন জেলা শাসক মৌমিতা গোধরা বসু,
এদিন শিলিগুড়ির একটি বেসরকারি স্বাস্থ্য সংস্থার সাহায্য নিয়ে ডি এম অফিস অফিসার এন্ড স্টাফ রিক্রিয়েসন ক্লাবের উদ্দ্যেগে আয়োজিত হয় বিশেষ সাস্থ্য পরীক্ষা শিবির,
এই শিবিরে জেলা পরিষদের কর্মীদের ও স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেবার আহ্ববান জানান জেলা শাসক,
উদ্বোধনী ভাষণে জেলা শাসক বলেন, সবার ই বছরে একবার সাধারণ চেকআপ করে নেওয়া উচিত, আমরা সবাই যাতে সুস্থ্য থাকি সেটাই মূল লক্ষ্য এই স্বাস্থ্য শিবিরের।
শিবির প্রসঙ্গে ক্লাবের সম্পাদক জানান, এই শিবিরে জেলা শাসক অফিসের কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যাবস্থা করা হয়েছে।