মনিরুল হক, কোচবিহারঃ ঈদের আগে ঝড়ে বিধস্ত পরিবার গুলোর হাতে নতুন বস্ত্র তুলে দিলেন মাথাভাঙা ১ নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। আজ শুকটাবাড়ির ওই ঝড় বিধস্ত এলাকায় সকাল সকাল হাজির হন ওই এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়।
তিনি বলেন, “ঝড়ে বিধস্ত এলাকার বাসিন্দাদের হাতে ঈদের আগে নতুন বস্ত্র তুলে দিতে মাথাভাঙা ১ নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা নিজেরা টাকা একটি ত্রাণ তহবিল গড়ে নতুন বস্ত্র দেওয়ার সিধান্ত। এদিন সেই বস্ত্র নিয়ে তাঁরা ঝড় বিধস্ত এলাকায় হাজির হয়েছেন। ওই এলাকার সমস্ত গ্রাম পঞ্চায়েত গুলো তৃণমূল কংগ্রেস পরিচালিত। তাঁদের এই উদ্যোগকে কৃতজ্ঞতা জানাই।”
সম্প্রতি কোচবিহার ১ নম্বর ব্লকের শুকটাবাড়ি, মোয়ামারি এবং ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের বিস্তৃন এলাকা দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যায়। এতে দুজনের মৃত্যুর ঘটনা ঘটে।বহু মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পাঁচ হাজারেরও বেশী বাড়িঘর কার্যত পুরোপুরি ধ্বংস হয়ে যায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত পরিবার গুলোর হাতে ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন ওই ঝড় বিধস্ত মানুষদের সাহায্য করতে এগিয়ে আসেন। এদিন মাথাভাঙা ১ নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরাও তাঁদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ঈদের আগে ওই ঝড় দুর্গত মানুষদের অনেকেরই নতুন পোশাক কেনার আর্থিক ক্ষমতা নেই। কাজেই তাঁদের এই উদ্যোগ দুর্গত বাসিন্দাদের সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে।
Home রাজ্য উত্তর বাংলা ঝড় বিধস্ত শুকটাবাড়ির বাসিন্দাদের নয়া পোশাক দিলেন মাথাভাঙ্গার বিভিন্ন গ্রামপঞ্চায়েত প্রধানরা।