নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদের সুরে তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে পথে নামল বিধায়ক। বুধবার সন্ধ্যায় শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া দুই নম্বর অঞ্চল তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শান্তিপুর ফুলিয়ায় এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে ব্লক তৃণমূল কংগ্রেস। সেখানেই শতাধিক তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে প্রতিবাদ মিছিলে পা মেলান শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। প্রতিবাদ মিছিল এর মধ্যে দিয়ে বিধায়কের দাবি, যেভাবে প্রতিদিন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি হচ্ছে, তার দায়ী একমাত্র কেন্দ্র সরকারের। গোটা রাজ্য জুড়ে দফায় দফায় এরই প্রতিবাদে বিক্ষোভ দেখানো হলেও প্রতিনিয়ত লাগামছাড়া বেড়েই চলেছে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম। গরিব খেটে-খাওয়া মানুষ যাবে কোথায়, তারা কি করে ১০০০ টাকা দিয়ে রান্নার গ্যাস কিনবে। যদিও এদিন প্রতিবাদ মিছিল এর মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে সরব হতে দেখা যায় বিধায়ক কে।