গোয়ালতোড়ে গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে বৈঠক একাধিক দাবি-দাওয়া নিয়ে।

0
295

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাবা নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়, মূলত আগামী দিনে স্কুল শিক্ষকদের বেআইনি গৃহ শিক্ষককতা বন্ধ করতে এলাকার সকল গৃহ শিক্ষক দের ঐক্য বদ্ধ করার ডাক দেন গৃহ শিক্ষক কল্যাণ সমিতির জেলা কনভেনর অমর ঘোষ। এছাড়া
উপস্থিত ছিলেন গোয়ালতোড় ইউনিটের গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি দীনবন্ধু দে ও অন্যান্য গৃহ শিক্ষক রা আলোচনা তে উঠে এসেছে সামাজিক কাজকর্মে সংগঠনকে নিয়োজিত করতে হবে। বাড়িতে বাড়িতে গিয়ে গোয়ালতোড় এলাকায় মিথ্যা মুচলেকা প্রদান কারী স্কুল শিক্ষক দের যারা টিউশনি ব্যাবসা চালু রেখেছে তাদের কে নিষেধ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দিনের বৈঠকে, পাশাপাশি একাধিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অভিভাবকদের অভিযোগ স্কুলের শিক্ষকরা প্রত্যেক বছর বছরের শুরুতে একটু শুনি বন্ধ করলে এবং মাঝপথে টিউশনি বন্ধ করলে ছাত্র-ছাত্রীদের ক্ষতি হয়, কিন্তু বর্তমান সময়ে টিউশন শুরুতেই প্রশিক্ষকরা টিউশন শুরু করে দিয়েছে রমরমিয়ে, এই নিয়ে অবশ্য জিও শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই বৈঠকে।