মনিরুল হক, কোচবিহার: ঝড় বিধস্ত শুকটাবাড়ি ও ঘুঘুমারির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি সহ দলের একঝাক নেতৃত্ব। গতকাল বিকেলে নরেন বাবুর নেতৃত্বে ফরওয়ার্ড ব্লকের এক প্রতিনিধি দল প্রথমে শুকটাবাড়ি মার্কাসে গিয়ে সেখানকার ধর্মীয় গুরুদের সাথে কথা বলে এলাকার পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পরে তাঁদের হাতে এলাকার ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আর্থিক সহায়তাও করেন। ফের আজ সকালে ওই এলাকায় গিয়ে ঝড়ের দাপটে মৃত দুই পরিবারের সদস্যদের সাথেও দেখা করেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব।
এদিন ফরওয়ার্ড নেতা গোবিন্দ রায় বলেন, “ঝড়ে বহু মানুষের ক্ষতি হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সরকারি ভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো হয় নি। আমরা এলাকা ঘুরে যা দেখলাম, তাতে বহু মানুষ এখনও খোলা আকাশের নিচে থাকছেন। তাই আমরা জেলা শাসকের সাথে দেখা করে যেমন এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আবেদন জানাব। তেমনি মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়ে সমস্ত বিষয় সম্পর্কে অবহিত করে ব্যবস্থা গ্রহণের দাবি তুলবো।”
১৭ এপ্রিল ভয়াবহ ঝড়ে শুকটাবাড়ি, মোয়ামারি এবং ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মৃত্যু হয় দুজনের। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হন বহু মানুষ। কয়েক হাজার বাড়িঘর ভেঙ্গে চুরমার হয়ে যায়। প্রশাসন মৃত পরিবার গুলোকে দুলক্ষ করে টাকা দিয়ে সহায়তা করলেও বাড়ি ঘর ভেঙ্গে যাওয়া মানুষদের কপালে বেসরকারি ভাবে কিছু ত্রিপল আর টিন ছাড়া সেভাবে কিছুই জোটে নি বলে এদিন ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তাঁদের দাবি, এধরনের ঝড় কোলকাতার পাশে কোন অঞ্চলে হলে প্রশাসনের বা সরকারের যে তৎপরতা দেখা যেত। শুধু মাত্র রাজ্যের প্রত্যেন্ত জেলা কোচবিহারের গ্রামে এমন বিধ্বংসী ঝড় হওয়ার পরেও প্রশাসন তাঁদের পাশে সেভাবে দাঁড়ায় নি।