বিশ্বের তীব্র দাবদাহে পথচলতি মানুষদের তৃষ্ণা নিবারণের পানীয়জল গ্লুকোজ, ওয়ারেস,খাবার সামগ্রিক তুলে দিতে রাস্তায় যুব তৃণমূল।

0
401

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারন মানুষের সাথে জনসংযোগ করার নির্দেশ দিয়েছেন। সেই কর্মসূচী আগামী ৫ ই মে থেকে চালু হবে। কিন্তু বর্তমান সময়ে তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়ছে সাধারণ মানুষ। তাদের পাশে দাঁড়াতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক যুব তৃণমূল ও তমলুক শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তমলুক হাসপাতাল মোড় সহ বেশ কয়েকটি জায়গায় সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জলদান শিবিরের আয়োজন করা হয়। সেই শিবির থেকে পথচলতি মানুষ, গাড়ির চালক এবং তমলুক জেলা হাসপাতালে আগত রুগির পরিবারের হাতে পানীয়জল, গ্লুকোজ, ওয়ারেস,খাবার সামগ্রিক তুলে দেওয়া হয়।এদিনের এই জলদান শিবিরের উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়, তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথ তাম্রলিপ্ত পুরসভার কাউন্সিলর চঞ্চল খাঁড়া, রাজ্য যুব তৃনমূলের সাধারণ সম্পাদক তথা তাম্রলিপ্ত পুরসভার কাউন্সিলর পার্থ সারথী মাইতি, যুব নেতা অর্নব দেবনাথ সহ অন্যান্যরা।
তৃণমূলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।