আবদুল হাই, বাঁকুড়া :- মাওবাদী আতঙ্ক জঙ্গলমহলের একটি স্থায়ী আতঙ্ক হিসাবে কয়েক দশক যাবত বাসা বেঁধে আছে জঙ্গলমহল বাসীর মনে, এর কারণও আছে যথেষ্ট, মাঝে মধ্যে প্রায় জঙ্গলমহল খবরের শিরোনামে আসে মাওবাদী নাশকতার জন্য যদিও বর্তমানে রাজ্য সরকার মাওবাদীদের উদ্দেশ্যে কিছু জনমুখী প্রকল্প ঘোষণা করার ফলে মাওবাদী উৎপাত কিছুটা কমেছে কিন্তু একেবারেই যে মাওবাদীদের দৌরাত্ম্য বন্ধ হয়েছে তাও নয় আর এই কারনেই ফাঁকা জায়গায় সুটকেস এবং কাপড়ের ব্যাগ পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার আমরাল এলাকাতে। এলাকার বাসিন্দারা পরিত্যক্ত ব্যাগ ও সুটকেস কে দেখে আতঙ্কিত হয়ে তড়িঘড়ি খবর দেয় রাধানগর আউটপোস্টে। খবর পাওয়া মাত্রই আউটপোস্ট এর অফিসার ইনচার্জ মনোরঞ্জন নাগের নেতৃত্বে পুলিশ বাহিনী এসে পৌঁছায় এলাকায় এবং সরজমিনে খতিয়ে দেখেন। তবে কিছুক্ষণের মধ্যে জানা যায় ব্যাগ ও সুটকেসে জামা কাপড় ছাড়া অন্য কিছু নেই।
বিশেষ সূত্র মারফত জানা যায় ওই পরিত্যক্ত সুটকেস এবং জামা কাপড়ের ব্যাগের মালিক আমরালের জামাই নানু কানাইয়ার। নানু কানাইয়ার বাড়ি উত্তর প্রদেশের, তিনি 16 বছর আগে নিজের মেয়েকে খুন করার অপরাধে আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়ে জেলে যায় এবং ইদানীংকালে ছাড়া পেয়ে গতকাল রাতে শ্বশুর বাড়িতে আসে কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে ঢুকতে দেয়নি। সূত্রের দাবি নানু কানাইয়া নিজের জিনিসপত্র ফেলে তখনই ভয়ে এলাকা ছেড়ে চলে যায়।
রাধানগর আউটপোস্ট এর অফিসার ইনচার্জ মনোরঞ্জন নাগের নেতৃত্বে পুলিশ বাহিনী সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন বলে জানা যায়।