পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ১০ অঞ্চলের কর্ণগড় গ্রামে ঢুকে পড়ল পূর্ণবয়স্ক একটি হরিণ, এরপর গ্রামবাসিরা তাকে বেঁধে রাখে, এবং খবর দেয়া হয় ভাদুতলা বনবিভাগের আধিকারিকদের, তবে সাত সকালে ওই পূর্ণবয়স্ক হরিণটিকে দেখতে ভিড় জমায় গ্রামবাসীরা, খবর পেয়ে বনদপ্তর আধিকারিকরা পৌঁছে ওই হরিণটিকে উদ্ধার করে,জানা গিয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর হরিণটিকে পুনরায় ছেড়ে দেওয়া হবে জঙ্গলে, প্রসঙ্গত মাঝে মধ্যেই জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে লক্ষ্য করা যেত হরিণ, মূলত খাবারের সন্ধানেই গ্রামে ঢুকে পড়ে ওই পূর্ণ বয়স্ক হরিণটি,এটাই প্রাথমিক অনুমান বনদপ্তরের।
Home রাজ্য দক্ষিণ বাংলা সাতসকালে শালবনীর কর্ণগড় গ্রামে ঢুকে পরল পূর্ণবয়স্ক হরিণ, হরিণটিকে উদ্ধার করে তুলে...