দান,ধ্যান মেলানিয়ে রাজ্যেকে শ্রীলংকা বানিয়ে দিয়েছে চন্ডিপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: দান,ধ্যান মেলানিয়ে রাজ্যেকে শ্রীলংকা বানিয়ে দিয়েছে, শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর বাজার সংলগ্ন একটি গেষ্ট হাউসে বিজেপির সাংগঠনিক বৈঠকে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেখানে PSC অফিসের সামনে বিক্ষোভকারীদের প্রসঙ্গ নিয়ে কার্যত এমনভাবেই নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি আরো বলেন বেকারত্বের জ্বালা নিয়ে শিক্ষিত যুবকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছে এমন পরিস্থিতিতে আমরা পৌঁছে গেছি, এই পরিস্থিতিতে অপদার্থ মুখ্যমন্ত্রী দান, ধ্যান,মেলা ,খেলা নিয়ে রাজ্যের ভান্ডারের এমন অবস্থা করেছেন শ্রীলংকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তিনি আরো বলেন ফুড কর্পোরেশনের পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু সেখানে আইনি জটিলতার মিটিয়ে যাওয়ার পরেও তাদের চাকরি দিতে পারছেন না কারণ ভারে মা ভবানী পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্য তে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের দেউলিয়া করেছেন শ্রীলংকা বানিয়ে দিয়েছেন এমনিভাবে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পাশাপাশি গোয়া রাজ্য তৃনমূলের সভাপতি তৃনমূল ছাড়া প্রসঙ্গ নিয়ে তিনি বলেন পয়সা দিয়ে টেকানো যায় না, তার দল কাটমানি খেয়ে অনেক টাকা করেছিলেন, তার ভাই ভাইপোরা টাকা দিয়ে নেতা কেনার চেষ্টা করেছিলেন, যা হওয়ার তাই হয়েছে ফানুস চুপসে গেছে একেক করে দল ছাড়তে শুরু করেছেন, এমনিভাবে তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি, পাশাপাশি বিজেপি বিধায়কের তীব্র তাপদাহে কারণে স্কুল সময় নির্ধারণ নিয়ে তিনি বলেন সেখানে সকাল হলেই মানুষ চাদর মুড়ি দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ৫ নম্বর জুতো পল্লী সবাইকে কি তাই পড়তে হবে, এমনিভাবে তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি। এই দিন বৈঠকে জেলার ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, খেজুরীর বিধায়ক শান্তনু প্রামানিক, হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল, দুই সাংগঠনিক জেলার সভাপতি সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা রয়েছেন। মূলত আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এখন থেকেই একাধিক বৈঠক এবং দলীয় কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনকে আরো মজবুত করার চেষ্টা করছে গেরুয়া শিবির। এদিন বৈঠক শেষে বেরিয়ে বাংলার মান সম্মান তৃণমূলের সময় ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে এভাবে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে শাসক দলকে নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *