ওয়েব পোর্টালের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরুদ্ধার করে নজির গড়লো বাঁকুড়া জেলা পুলিশ।

0
237

আবদুল হাই, বাঁকুড়াঃ বর্তমান দিনে মানুষের বিভিন্ন মূল্যবান তথ্য সংরক্ষণ এবং সম্প্রচারের অন্যতম হাতিয়ার হল মোবাইল ফোন। সেই মূল্যবান স্মার্ট ফোন চুরি হয়ে যাওয়াতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ বিপাকে পড়েছিল, তড়িঘড়ি পুলিশি সাহায্য নেওয়ার পরে তৎপর হয়ে ওঠে বাঁকুড়া জেলা পুলিশ। সন্ধান নামক একটি ওয়েবপোর্টাল তৈরি করে বিভিন্ন ফোনের ডেটা সংগ্রহ করে খোঁজ শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ। অবশেষে পুলিশের অনেক চেষ্টার পরে হারিয়ে যাওয়া ফোনগুলি পুনরুদ্ধার হয়।আজ বাঁকুড়া পুলিশ লাইনের শিশুমঙ্গল কক্ষে,চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উপযুক্ত প্রমান সহকারে নির্দিষ্ট মালিকানার হাতে তুলে দিলো বাঁকুড়া জেলা পুলিশ।এদিন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানান, গত কুড়ি দিনে বাঁকুড়া জেলা পুলিশ প্রায় সাড়ে চারশোর বেশি ফোন পুনরুদ্ধার করেছে,পরবর্তীতে এর সংখ্যা আরো বাড়বে বলে তিনি আশা করছেন। জেলা পুলিশ সুপার আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান অভিযোগ পাওয়ার পর দু’মাসের মধ্যে এই কাজটি করা সম্ভব হয়েছে,পরবর্তীতে যাতে আরো কম সময়ে উদ্ধার করা যায় তার চেষ্টাও তারা চালাচ্ছেন। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন যে আধুনিক যুগে মোবাইল ফোন যেখানে সমস্ত রকম মূল্যবান তথ্য সংরক্ষণের একটা জায়গা তাই সবাই নিরাপদে নিজের মোবাইল ফোন নিয়ে চলাফেরা করুন। বেজায় আপ্লুত ফোন ফিরে পাওয়া ব্যাক্তিরা, মানুষ যদি একটু সচেতন হন তাহলে হয়ত এই ধরণের অপ্রীতিকর ঘটনা এড়ানো যেতে পারে।

বাইট- ধৃতিমান সরকার (পুলিশ সুপার,বাঁকুড়া)