সুভাষ চন্দ্র দাশ,গোসাবা – প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লক।গোসাবা ব্লক কে প্লাস্টিকমুক্ত করার সচেতনতা বাড়ানোর কাজেও সহযোগিতা করার জন্য পুরষ্কৃত করা হলো সুন্দরবনের গোসাবার একটি স্কুলের পড়ুয়াদের। শুক্রবার তাদের হাতে খাতা, পেন এবং একটি করে ব্যাগ তুলে দেওয়া হয়েছে। গোসাবার দয়াপুরের ঘটনা। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে এবং পঞ্চায়েত ও জেলা পরিষদ সদস্যের চেষ্টায় এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ‘সের’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার গোসাবার দয়াপুরের একটি স্কুলে আচমকাই হাজির হন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা এবং পঞ্চায়েত ও জেলা পরিষদ সদস্য অনিমেষ মণ্ডল। সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার জয়দীপ কুন্ডু ও সুচন্দ্রা কুন্ডু। ওই স্কুলের ছাত্র ছাত্রীদের উপস্থিতির খাতা খতিয়ে দেখেন তাঁরা। তারপর তাদের হাতে খাতা, পেন এবং ব্যাগ পুরষ্কার হিসাবে তুলে দেওয়া হয়। পুরষ্কারের সামগ্রী দেন ওই স্বেচ্ছাসেবী সংগঠন। গোসাবার জেলা পরিষদ সদস্য অনিমেষ মণ্ডল জানান, এদিন আচমকাই ভিজিট করা হয় দয়াপুরের একটি স্কুলে। সেখানে ছাত্র ছাত্রীদের উপস্থিতির খাতা খতিয়ে দেখে তাদের উৎসাহিত করতে পুরষ্কার তুলে দেওয়া হয়েছে। এই কাজে ব্যাঘ্র প্রকল্প ছাড়াও পঞ্চায়েত, জেলা পরিষদ সক্রিয় ভাবে সহযোগিতা করেছে। স্বেচ্ছাসেবী সংস্থা ‘সের’ ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আসলে এই গরমের মধ্যেও যেসব পড়ুয়া স্কুলমুখী হয়েছে তাদের উৎসাহিত করা এবং গোসাবাকে প্লাস্টিক মুক্ত করার অভিযানে যেসব ছাত্র ছাত্রীরা সচেতনতা প্রচারে এগিয়ে এসেছে তাদের পুরষ্কার দিতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল।
এদিন পুরষ্কার পেয়ে আরো বেশি উৎসাহিত হয়েছে স্কুলের পড়ুয়ারা। এমন অভিমত অভিভাবকদের।