বিয়ের প্রস্তুতি সারা, বিয়ের মন্ডপ থেকে নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন।

0
225

আবদুল হাই, বাঁকুড়াঃ বাল্যবিবাহ রোধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার ।বারেবারে বিভিন্ন এলাকায় প্রচার চালানো হয়েছে যে ১৮ বছরের নিচে কোন মতেই বিবাহ নয় ।এটা দণ্ডনীয় অপরাধ কিন্তু তা সত্ত্বেও একশ্রেণীর মানুষ যারা তাদের নাবালিকা কন্যাকে ১৮ বছরের নিচে বয়সে বিবাহ দিচ্ছেন ।তেমনই এক ঘটনার সাক্ষী রইল বাকুড়া জেলার কোতুলপুর ্গত ২৮ এপ্রিল রাধাকুণ্ড গ্রামে এক নাবালিকা বিবাহ হচ্ছে খবর পায় কোতুলপুর ব্লক প্রশাসন ।তড়িঘড়ি CDPO কোতুলপুর জয়ব্রত কুণ্ড মহাশয় এবংআরেক আধিকারিক অমিত কুমার মন্ডল কোতুলপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিবাহ মন্ডপে হাজির হয় ।সেখানে গিয়ে দেখে বিবাহের সমস্ত আয়োজন তৈরি শুধু আরেকটু সময়ের অপেক্ষা সঙ্গে সঙ্গেই বিবাহ বন্ধ করে ব্লক আধিকারিকরা । ১৮ বছরের নিচে বিয়ে দিলে কি কি সমস্যা হতে পারে এবং এটা দণ্ডনীয় অপরাধ সে কথা বালিকার বাবা রাম প্রসাদ ভূমিজকে এবং পরিবারের লোকজনদের জানান আধিকারিকরা । অবশেষে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে তারা ফিরে আসেন ।পরিবারের তরফ থেকে এবং নাবালিকা নিজে স্বীকারোক্তি দিয়েছে কোনমতেই ১৮ বছরের নিচে বিবাহ দেবেন না।এখন দেখার বিষয় এরপরেও কি লুকিয়ে বিয়ে দেবেন পরিবারের লোকজন প্রশ্ন কিন্তু থাকছে তবে প্রশাসনিক আধিকারিকরা এও জানিয়েছেন যে এরপরেও যদি বিবাহ দেন তাহলে নতুন যে আইন আছে সেই আইনে সাহায্যে পরিবারের লোকজন এবং বিবাহে আমন্ত্রিত রাও এই আইন থেকে রক্ষা পাবে না । এত করেও কি বাল্যবিবাহ রোধ করা যাবে মানুষ যদি সচেতন না হয় তাহলে কি করে সম্ভব সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।