জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– ময়নাগুড়ির ব্রহ্মপুরের সেই মৃতা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্ধু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়ক।
শুক্রবার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত ব্রহ্মপুর গ্রামে পৌঁছলো বিজেপির একটি প্রতিনিধি দল।
উল্লেখ্যে, এই গ্রামেই এক নাবালিকার শীলতাহানি এবং পরে হত্যা সহ নানান ভয়ভীতি প্রদর্শন করার জন্য মানসিক ভাবে ভেঙে পরে ওই নাবালিকা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এবং বারো দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হেরে যায়।
যা নিয়ে রাজ্য জুড়েই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।
শুক্রবার সেই মৃতা নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির বিধানসভায় দলপতি শুভেন্ধু অধিকারী সহ শিলিগুড়ির বিধায়ক সংকর ঘোষ, ফুলবাড়ী ডাবগ্রামের বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি ,মাদারিহাট এর বিধায়ক মনোজ টিজ্ঞা সহ বিজেপির জেলা এবং রাজ্য নেতৃত্ব।
পরিবার চাইলে আইনি সহায়তা করবো , পুলিসের প্রাথমিক তদন্তে সঠিক হয় নি, ময়নাগুড়ির মৃতা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর এমনটাই বললেন শুভেন্দু অধিকারী।