ময়নাগুড়ি নির্যাতিতার মৃত্যুর ঘটনার সি বি আই তদন্ত চেয়ে কংগ্রেসের মিছিল , দলে যোগ দিলেন সমাজ কর্মী নবেন্দু মল্লিক।

0
346

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ময়নাগুড়ি নির্যাতিতার মৃত্যুর ঘটনার সি বি আই তদন্ত চেয়ে কংগ্রেসের মিছিল , দলে যোগ দিলেন সমাজ কর্মী নবেন্দু মল্লিক।

শুক্রবার বিকেলে জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে সম্প্রীতি ময়নাগুড়ি থানা এলাকায় এক নির্যাতিতা নাবালিকার মৃত্যুর ঘটনাটি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে, মিছিল এবং দলে যোগদান প্রসঙ্গে জেলা কংগ্রেসের টাউন ব্লক সভাপতি অম্লান মুনশী জানান, শহরের উদ্যোমী এবং যুব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন এমন একজন নিবেন্দু মল্লিক আজ জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন,
পাশাপাশি আমরা ময়নাগুড়ি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীদের ওপর যে আক্রমন,নির্যাতন সংগঠিত হচ্ছে প্রীতিদিন তার বিরোধিতা করার সঙ্গেই ময়নাগুড়ির ঘটনাটির সিবিআই তদন্তের দাবি করছি ।
অন্যদিকে সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে শহরের একুশ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া নোবেন্দু মল্লিক জানান, বর্তমান রাজ্য এবং দেশের সার্বিক পরিস্থিতির পরিবর্তন করা অত্যান্ত প্রয়োজন ,সেই কারণেই জাতীয় কংগ্রেস দলে যোগদান।