ঈদ উপলক্ষে দুবরাজপুর থানার পক্ষ থেকে শান্তি কমিটির মিটিং।

0
333

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আর মাত্র দুদিন পেরোলেই আনন্দের উৎসব ঈদ উল ফিতর অর্থাৎ ঈদ। তাই আজ শনিবার বীরভূম জেলার দুবরাজপুর থানার পক্ষ থেকে আসন্ন ঈদ উপলক্ষে শান্তি কমিটির বৈঠকের আয়োজন করা হল দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার তথা ইসলামপুর উৎসব কমিটির চেয়ারম্যান সেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জী, সাগর কুন্ডু, সনাতন পাল সহ বিভিন্ন মসজিদের ইমাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, বিগত দু’বছর ধরে করোনা অতিমারীর জন্য ইদগাহে নমাজ পড়তে পারেননি সকলে। তাই দুবরাজপুর থানার অন্তর্গত বিভিন্ন প্রান্তে ঈদগাহ ও মসজিদে বিগত বছর গুলোর মতো এবারও যাতে শান্তিপূর্ণ ভাবে ঈদের নমাজ সম্পন্ন হয় এবং সার্বিক ভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়ে আলোচনা করা হয়৷ পাশাপাশি দুবরাজপুর থানার পক্ষ থেকে অভিভাবকদের প্রতি জানানো হয় যে, ঈদের দিন লাইসেন্স নেই এমন কম বয়সী ছেলেদের গাড়ি দেবেন না এবং যদি কেউ গাড়ী নিয়ে বের হোন তাহলে অবশ্যই হেলমেট দেবেন। এদিন ইসলামপুর উৎসব কমিটির চেয়ারম্যান সেখ নাজির উদ্দিন জানান, দুবরাজপুর থানার পুলিসের যে বিধি নিষেধ গুলো রয়েছে তা আমরা মেনে চলব। তাছাড়াও প্রতিবছর সকাল ৯ টার পর ঈদের নমাজ হত এখানে। কিন্তু এই তীব্র দাবদাহের কথা মাথায় রেখে নমাজের সময় আমরা সকাল ৮ টা সময় রাখার চিন্তা ভাবনা করেছি।