মনিরুল হক, কোচবিহারঃ সামনেই খুশির ঈদ। এই ঈদে যাতে বর্ডারের এপারের মানুষ ওপারের মানুষের সাথে শান্তি, সম্প্রীতি বজায় রেখে ঈদ উদযাপন করতে পারে তার জন্য বিশেষ বৈঠক করল সীমান্ত ঘেরা দিনহাটা ২ নং ব্লক নেতৃত্ব। এদিন বিএসএফ, রাজ্য পুলিশ, সংশ্লিষ্ট ব্লকের বিডিও, অতিরিক্ত বিডিও, ইমাম সহ উচ্চপদস্ত আধিকারিকদের নিয়ে এই বৈঠক হয়।
জানা যায়, আগামী মঙ্গলবার মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ঈদ। মূলত ঈদের দিন বিশেষ খাবার শ্যামাই এবং উপকরণের জিনিসপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাঁটাতারের ভেতরে প্রবেশে বিএসএফের বাধার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে পাশাপাশি সম্প্রীতির বার্তা বজায় থাকে তা নিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন ইমাম এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা।
এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিনহাটা ২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রশমি দীপ্ত বিশ্বাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুরিমা চক্রবর্তী, সাহেবগঞ্জ থানার ওসি এন্টিনি হোরো, ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মন, সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং ইমামরা।
Home রাজ্য উত্তর বাংলা ঈদ উপলক্ষে বর্ডারে যাতে সম্প্রীতির বার্তা বজায় থাকে সেই উপলক্ষে বিশেষ আলোচনা...