ক্যানিং ষ্টেশন পরিদর্শনে পূর্ব রেলের আধিকরীকরা।

0
220

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সুন্দরবনের প্রবেশদ্বার নামে খ্যাত শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ষ্টেশন। প্রতিদিনই এই ষ্টেশন দিয়ে লক্ষাধিক সাধারণ রেলযাত্রীরা যাতায়াত করেন। এমন কি সুন্দরবন ভ্রমণে আসা দেশ-বিদেশের পর্যটকরাও ক্যানিং ষ্টেশন হয় বেড়াতে যায় সুন্দরবনে। ক্যানিং ষ্টেশনের সাধারণ যাত্রী পরিষেবা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ উঠেছিল।বর্তমানে যাত্রী সাধারণে স্বাচ্ছন্দ্যে পূর্বরেল ক্যানিং ষ্টেশন কে ঢেলে সাজাচ্ছে।তার কাজ চলছে দ্রূত গতিতে। এক কথায় অল্পকিছু দিনের মধ্যে নতুন রুপে আত্মপ্রকাশ ঘটবে ক্যানিং ষ্টেশনের।
সুত্রের খবর আগামী ২ মে ক্যানিং ষ্টেশন পরিদর্শন করতে রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা আসতে পারেন প্রত্যন্ত সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং ষ্টেশনে।যাতে করে ষ্টেশনের কাজ নিয়ে অস্বচ্ছতা প্রকাশ না পায় তারজন্য শনিবার দুপুরের পূর্ব রেলের আধিকারীকরা ক্যানিং ষ্টেশন পরিদর্শন করেন। পাশাপাশি ষ্টেশনের উন্নয়ণমূলক কাজকর্ম খতিয়ে দেখেন।