বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের কৃষ্ণপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন।

0
428

সুদীপ সেন, বাঁকুড়া:-  দাবদাহের জন্য রাজ্য সরকার বিভিন্ন সরকারি ,বে সরকারী শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দিয়েছে ২ রা মে থেকে ১৫ ই জুন পর্যন্ত।

এর মাঝেই ২৫ শে বৈশাখ পড়ছে বাংলার প্রাণের কবি রবীন্দ্র নাথ ঠাকুরের জন্মদিন।

কিন্তু বিদ্যালয়গুলো এই সময় বন্ধ থাকবে ,তাই বাংলার অনেক বিদ্যালয় কবি গুরুর জন্মদিন টি আগেই পালন করে নিচ্ছে।

বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের কৃষ্ণপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয় ৩০ ই এপ্রিল একটি সুন্দর ,রুচিশীল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি গুরু কে শ্রদ্ধা জানায়।

এই প্রাক রবীন্দ্র জন্ম জয়ন্তী অনুষ্ঠান নৃত্য, সঙ্গীত এবং আলোচনায় সমৃদ্ধ ছিল।

এই অনুষ্ঠানে শালতোড়ার সমষ্টি উন্নয়ণ আধিকারিক মাননীয় মানস কুমার গিরি রবীন্দ্র নাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী সকলের সামনে উপস্থাপিত করেন।

উপস্থিত ছিলেন কৃষ্ণ পুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা বৃন্দ, অভিভাবক বৃন্দ এবং ওই গ্রাম ও তৎসংলগ্ন গ্রাম গুলির সংস্কৃতি প্রেমী মানুষজন।

আদিবাসী ছাত্র ছাত্রী দের নিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের প্রশংসা লাভ করে।