সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং – বাইকের ধাক্কায় জখম
হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ক্যানিং থানার অন্তর্গত ট্যাংরাখালি গ্রামে। গুরুতর জখম হয়েছেন দেবাশীষ কয়াল নামে এক ব্যক্তি। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন রাতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা উঠছিলেন দেবাশীষ বাবু। সেই সময় সেই সময় আচমকা একটি বাইক ধাক্কা মারলে ছিটকে রাস্তার উপর পড়ে যায়। গুরুতর জখম হয়। পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই আশাঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।