পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভিন রাজ্য ফেরত চোরকে পাকড়াও করে চক্ষু চড়কগাছ পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহরের হলদিয়া পুলিশের! চুরির তদন্তে নেমে ধৃতের কাছ থেকে ৫০ লক্ষ টাকার বাক্সভর্তি সোনার গহনা উদ্ধার করেছে হলদিয়া থানার পুলিশ। ধৃতকে শনিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর,ধৃতের নাম দিল মোহাম্মদ। পেশা তার চুরি আর ডাকাতি হলেও বিলাস বহুল জীবনে বসবাস করাই তার অভ্যাস। আদতে নন্দীগ্রামের বাসিন্দা দিল মহম্মদ ছোটখাটো কাজ নিয়ে কয়েক মাস আগে পর্যন্তও সে থাকত দিল্লিতেই। সেখানে বার কয়েক বড়সড় চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বামাল ধরা পড়ার পর মাস তিনেক আগেই হলদিয়ায় আসে সে। শিল্প শহরে এসে সে বসবাস করছিল হলদিয়ার রজলালচক এলাকায়। হলদিয়ারই এক ঠিকাদারের বাড়িতে চুরির ঘটনা ঘটলে তার তদন্ত করতে নেমে দিল মহম্মদকে পাকড়াও করে হলদিয়ার পুলিশ। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, হলদিয়ার ভবানীপুর থানার ব্রজলালচক বাজার সংলগ্ন একটি ভাড়া বাড়িতে থেকেই সাগরেদদের নিয়ে অপারেশন চালাত দিল মোহম্মদ। ধৃতের আস্তানা থেকে পুলিশ প্রচুর পরিমাণে সোনার গয়না, দামি হাত ঘড়ি, নগদ দেড় লক্ষ টাকা এবং আরও কয়েক লক্ষ টাকার শৌখিন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। সাংবাদিক সম্মেলন করেই হলদিয়ার এসডিপিও রহুল পান্ডে জানান, গত ২৭ এপ্রিল সকাল সাড়ে এগারোটা নাগাদ হলদিয়া থানা এলাকায় ক্ষুদিরামনগরের বাসিন্দা শম্ভু জানা নামে এক ঠিকাদারের বাড়িতে হানা দিয়ে দিল মহম্মদ কয়েক লক্ষ টাকার সোনার গয়না ঘড়ি ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছিল। ওই সময় ব্যবসায়ীর বাড়ির সামনে একজনকে বাইক নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে প্রতিবেশী এক ব্যক্তি সেটা মোবাইলে ভিডিও করছিলেন। ওই ভিডিওতে বাইক আরোহীকে ঠিক চেনা যায়নি। তবে বাইকের সূত্র ধরে ব্রজলালচকে প্রিয়নাথ প্রাইমারি স্কুল সংলগ্ন একটি ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ বাহিনী। সেখানেই ধরা পড়ে ছিলো মহম্মদ, ঘটনার খবর ছড়িয়ে পড়তে শোরগোলের পরিস্থিতি সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে।
Home রাজ্য দক্ষিণ বাংলা ভিন রাজ্য থেকে ফেরত চোরকে পাকড়াও করে চক্ষু চড়কগাছ হলদিয়া পুলিশের, চাঞ্চল্য।