বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- দেখতে দেখতে ২৮ টি রোজা সম্পন্ন হল। আর এই পবিত্র রমজান উপলক্ষে ঈশা ফাউন্ডেশন ও আজমল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের ব্যবস্থাপনায় আজ শনিবার দুবরাজপুর ব্লকের যাত্রা গ্রামে ইসলামিয়া মাদানি শান্তি মিশন প্রাঙ্গনে ৩০০ জন উলামা ও ইমামদের হাতে ইফ্তার সামগ্রী তুলে দেওয়া হল। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান, সহ সভাপতি মৌলানা আবদুর রহমান, জেলা সম্পাদক মুফতি ফজ্লুল হক, সহ সম্পাদক মৌলানা এজাজুল হক সহ অন্যান্য আলিম উলেমারা। এদিন প্রত্যেক আলিম উলেমাদের হাতে ইফ্তার সামগ্রী তুলে দেন উপস্থিত অতিথিরা। এ বিষয়ে বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান জানান, পবিত্র রমজান উপলক্ষে ঈশা ফাউন্ডেশন ও আজমল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের ব্যবস্থাপনায় বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের ১৮ টি ইউনিটের মোট ৩০০ জনকে ইফ্তার সামগ্রী তুলে দেওয়া হল। দুটি ব্যাগের মধ্যে ২০ কেজি চাল, ২ কেজি ছোলা, ২ কেজি মুসুরি, ২ কেজি চিনি, ২ লিটার সর্ষে তেল এবং ১ কেজি খেজুর ছিল সেগুলো প্রদান করা হল।