আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে ২০০ টি চারা গাছ বিলি উচ্চমাধ্যমিক ছাত্রদের।

0
271

মনিরুল হক, কোচবিহারঃ আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে ২০০ টি চারা গাছ বিলি করলো কিছু উচ্চমাধ্যমিক ছাত্র। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নং ব্লকের খারুভাজ সংলগ্ন এলাকায়। তারা সকলেই সবেমাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে, অল্প বয়সেই যে তাদের সমাজের প্রতি দায়বদ্ধতা, সেটা দেখা গেল শ্রমিক দিবসের দিন।
জানা গেছে, এদিন সকাল দশটা নাগাদ প্রথমে সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের কর্মসূচি শুরু হয়। এরপর সাহেবগঞ্জ থানাতে গিয়ে তারা বৃক্ষরোপণ করেন। পরবর্তীতে পথচলতি বহু মানুষকে গাছের চারা বিতরণ করেন এবং সবশেষে খারুভাঁজ এলাকায় শ্রমিক ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করেন তারা। পাশাপাশি গাছগুলির যত্ন নেওয়ার আবেদন জানান ওই যুবকেরা।
আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সামনে রেখে মানুষের মধ্যে ২০০ টি চারা গাছ বিলী করল কিছু যুবক। এদিন পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের গুরুত্ব বুঝিয়ে বেশ কিছু যুবক নিজেদের উদ্যোগে চারাগাছ বিলি করে।
জানা গেছে, প্রত্যেকেই সদ্য সমাপ্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তারা জানান, সমাজের প্রতি প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে। একটি গাছ বহু প্রাণ এই বার্তাকে সামনে রেখে আজকের গুরুত্বপূর্ণ এই দিনে শ্রমিকদের হাতে চারা গাছ তুলে দেন তারা। বৃক্ষছেদন নয়, বেশি করে গাছ লাগানো প্রয়োজন, সমাজের প্রতি বার্তা দিয়ে যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারনমানুষ।এদিন মোট ২০০ টি মেহগনি গাছের চারা বিতরণ করা হয়েছে বলে জানান এক যুবক বুবাই মোদক।