আসন্ন ঈদ উপলক্ষ্যে শনিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার রহমতপুর ফরজ কমিটির উদ্যোগে এদিন রহমতপুর তরলতলা চত্বরে এক অনুষ্ঠান মাধ্যমে এলাকার দুঃস্থ এবং প্রতিবন্ধীদের মধ্যে বস্ত্রদান ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

0
400

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বাকী মাত্র আর দুইদিন, আগামী মঙ্গলবার দিন সারা বিশ্ব মাতবে ঈদের খুশিতে।তাই আসন্ন ঈদ উপলক্ষ্যে শনিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার রহমতপুর ফরজ কমিটির উদ্যোগে এদিন রহমতপুর তরলতলা চত্বরে এক অনুষ্ঠান মাধ্যমে এলাকার দুঃস্থ এবং প্রতিবন্ধীদের মধ্যে বস্ত্রদান ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও এদিন সন্ধায় ইফতার মহোফিলের আয়োজন করেন।

এদিন ফরজ কমিটির সদস্যরা জানান এলাকার ৮০ জন দুঃস্থ এবং প্রতিবন্ধী মধ্যে শাড়ি,লুঙ্গি, সিমোই,চিনি ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয় এবং
২০০ জন রোযাদার ব্যাক্তির ইফতারের ব্যবস্থা করেন।
শাড়ি নিতে এসে রহমতপুর গ্রামের বাসিন্দা মেহেরুন বেওয়া বলেন, প্রতিদিন দু’বেলা অন্ন সংস্থানই যেখানে জটিল, সেখানে এই পরবে নতুন শাড়ি কেনার কথা ভাবা আমাদের কাছে বিলাসিতা। আজ পরবের আগে নতুন শাড়ি পেয়ে খুব ভালো লাগছে।

রহমতপুর ফরজ কমিটির সদস্য সফিকুল আলম বলেন প্রতি বছরের ন্যায় এই বছরও আমার আসন্ন ঈদের আগে অসহায় দুঃস্থ মানুষ গুলির হাতে নতুন পোশাক তুলে দিতে পেরে খুব ভালো লাগছে।