চুল্লিতে পুড়ছে গোটা একটি দেশের মানচিত্র ,
বাস্তব মূল্য বিস্ফোরণে পুড়ছে ভুখা পেটে ;
মন পিয়ালীর আজ ভিন্নতর চিত্র.. অনেকটা-
আকাশের গায়ে লেগে থাকা অভিমানের মত !
মায়ার স্তর ভেদ করে ঢুকে পরেছে আন্ধকার,
রান্নাঘর থেকে ভেসে আসছে পঁচা মাছের দুর্গন্ধ ;
সোনার থালা-বাটির উপরে
জমে থাকা ধুলোর পরতে পরতে
অসহায় ক্লান্তি !
তিলোত্তমা হেঁটে চলেছে নির্বাক হয়ে সময়ের গতিতে ;
গোধুলির বেলায় নদীর জলে চেয়ে দেখি –
শকুনের ঠোঁটে লেগে থাকা মাংসের টুকরোতে
লালসা জ্বলজ্বল করছে…
কাকেদের তীব্র চিৎকারে কাঁপছে ধাবার মাঠ,
হাওয়ার সাথে মিত্রতা করে আগুন লাগা ঘরে ফিরে আসি গোধূলির সাথে !
‘যুদ্ধ’ কি শুধুই সভ্যতার জয়ের মুকুট ?
নাকি মনুষ্যত্বের অশ্লীল অসভ্যতা..???